চলতি বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি এক মতবিনিময়ে এসব তথ্য জানান। এতে মহানগর সার্বজনীন পূজা কমিটি সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্য পাঠ করেন।
‘পূজা সূচি‘ তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, আগামীকাল শনিবার শারদীয় দুর্গাপূজার বোধন। রবিবার মহাষষ্ঠী। সোমবার মহাসপ্তমী। মঙ্গলবার মহাষ্টমী। বুধবার মহানবমী। বৃহস্পতিবার বিজয়া দশমী। সেদিন বেলা ৩টায় ঢাকাসহ সারা দেশে বিজয়ার শোভাযাত্রা বের হবে। এবার দেবীর আগমন গজে, গমন দোলায়।
দেশে বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যে হওয়া হামলার চিত্র বক্তব্যে তুলে ধরেন জয়ন্ত কুমার দেব।
তিনি বলেন, দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই ১৩ জেলায় দুর্গাপ্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জেলাগুলো হলো কুষ্টিয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ঝিনাইদহ, নেত্রকোনা, গাইবান্ধা, পঞ্চগড়, জামালপুর, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এসব ঘটনায় পদক্ষেপ নিয়েছে। দুর্বৃত্তদের অনেকে ধরা পড়েছে। পূজার মধ্যে তাঁরা এমন হামলা দেখতে চান না।
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি‘ নিয়ে এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক হয়েছে। বৈঠকে পূজা আয়োজনের নানা দিক আলোচনায় এসেছে। দুই উপদেষ্টাও সুন্দরভাবে পূজা আয়োজনের কথা তাঁদের জানিয়েছেন। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তাঁরা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সভাপতি বাসুদেব ধর ও উপদেষ্টা আইনজীবী সুব্রত চৌধুরী বক্তব্য দেন।
উল্লেখ্য, গত বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি দুর্গাপূজা হয়েছিল। সেই হিসাবে এবার ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হচ্ছে।
এসএ