কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। সারা দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে জেলায় মোট ৪ জনের প্রাণ গেলো। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন।
পটুয়াখালীতে নতুন করে ৬৯ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯৬ জন।
বরগুনায় আরও ৩২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৫।
সাভারে নতুন করে ২৮ জন শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে আরও ২৫ জন ভর্তি হয়েছেন। ১২ শিশুসহ সেখানে মোট রোগীর সংখ্যা ১১০।
জামালপুরে ডেঙ্গু নিয়ে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হযেছেন। এ নিয়ে হাসপাতালে মোট চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন।
নওগাঁয় নতুন করে ১২জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৪।
এদিকে, দিনাজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।
আল আমিন/ দীপ্ত সংবাদ