ঈদ সামনে রেখে সাভারে লক্কড়–ঝক্কড় বাস মেরামত ও রং করার হিড়িক পড়েছে। এতে চকচকে হচ্ছে পুরাতন গাড়িগুলো। বিশেষজ্ঞরা বলছেন, ফিটনেসবিহীন এসব যান খুবই সড়কে ঝুঁকিপূর্ণ।
প্রতিবছর ঈদের সময় যানবাহনের চাহিদা বেড়ে যায়। এ লক্ষ্যে সাভারের আমিনবাজার, বলিয়ারপুর, হেমায়েতপুরের বেশ কয়েকটি ওয়ার্কসপে চলে লক্কড়–ঝক্কাড় যান মেরামতের কাজ। জোড়াতালি দিয়ে চকচকে করা হয় অনেক বাস। পরে নির্বিঘ্নে দাপিয়ে বেড়ায় ঝুঁকিপূর্ণ এসব গাড়ি।
এদিকে ঈদ কেন্দ্রিক অতিরিক্ত মুনাফার আশায় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানোর প্রবণতা বন্ধ করা দরকার বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শফিক–উর–রহমান বলেন, ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে এসব লক্কড়–ঝক্কড় বাস।
ফিটনেসবিহীন এবং এক রোডের গাড়ি অন্য রোডে চলতে দেয়া হবে না বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী বলেন, ঈদে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে মালিকরা পুরাতন লক্কড়–ঝক্কড় গাড়িগুলোকে চলাচলের উপযোগী করে তোলে; এতে দুর্ঘটনা ঘটে।
প্রতি বছর ঈদ ঘিরে প্রায় দুই কোটি মানুষ রাজধানী ছেড়ে যায়। তাদের অনেকেই ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ে বসেন।
এসএ/দীপ্ত সংবাদ