সাভারের হেমায়েতপুরে দুইটি বহুতল বাড়ি ও একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেই সাথে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ বুধবার (১২ এপ্রিল) দুপুরে হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি (আমিনবাজার সার্কেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার৷
তিনি বলেন, সাভার উপজেলা প্রশাসন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহায়তায় এখানে আমরা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে একটি বাড়িতে ২ লাখ টাকা জরিমানা ছাড়াও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। আমরা আরও কয়েক জায়গায় অভিযান চালাবো। আমাদের অভিযান অব্যহত থাকবে।
এসময় হেমায়েতপুরের জোরপুল এলাকার মুক্তাদি গার্মেন্টস লিমিটেডকে ১ লাখ টাকা ও চলন্তিকা হাউজিং এর ভেতরে রাবেয়া আক্তারের ১১ তলা বাড়িকে ২ লাখ টাকা এবং হাসিনা আক্তারের ৪ তলা বাড়িকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এমি/দীপ্ত