বিজ্ঞাপন
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

সাবেক এমপিসহ আ. লীগ ৮ নেতাকর্মী গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আ. লীগ সাবেক সংসদ সদস্য (এমপি) সাদ্দাম হোসেন (পাভেল)সহ দলটির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির হলেন নীলফামারী৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন (৫০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন ওরফে অভি (২৯), বাউফল উপজেলা শাখা ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম খোরশেদ আলম (৬৫), বাউফল উপজেলা সূর্যমণি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ড আ. লীগের মো. দেলোয়ার হোসেন ওরফে বাবলু (৬১), উত্তরা পূর্ব থানার ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া (২৯), যুবলীগ কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী (৫৩), মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)

ডিএমপি জানায়, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন আ. লীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ছাড়াও অর্থ জোগান দিতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More