সাতক্ষীরা জেলা পরিষদের ২০২৩–২০২৪ অর্থ বছরের ৪২ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার ২২৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার (১২ জুন) বেলা ১১ টায় জেলা পরিষদের মাসিক সভায় এ বাজেট ঘোষনা করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে এ বাজেট উপস্থাপন করা হয়। বাজেটের খাত–ওয়ারী আয় ও ব্যয় নিয়ে এ সময় বিস্তারিত আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে উক্ত বাজেট অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এ সময় বলেন, যথাযথ পর্যালোচনা করে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সকল খাতের অর্থ সঠিকভাবে ব্যয় করা হবে।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশীদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, ফিরোজ কবির, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব রক্ষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রঘুনাথ খাঁ/এসএ/দীপ্ত নিউজ