মৌসুম শুরুর আগেই শুয়োপোকার আক্রমণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশীরভাগ আম বাগান। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুয়োপোকার আক্রমণ।
বিষয়টির প্রতিকার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন আশাশুনি উপজেলার আম চাষিরা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আম চাষি মো. ইদ্রিস আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, শুয়োপোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন।
সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষির ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হওয়ার পর চিন্তায় স্ট্রোক করে মারা যান তিনি। শুয়োপোকা দমনে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন– আম চাষি আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদারসহ আশাশুনি থেকে আগত আম চাষিরা।
রঘুনাথ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ