নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে চারটি কারখানাকে ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব এসব কারখানা থেকে ৪ হাজার ৬৩৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (৮ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী বিসিক ও চৌমুহনী বাজারে এই অভিযান চালিয়েছেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। অভিযানে সহযোগিতা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব–১১ এর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, র্যাব–১১ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে চৌমুহনী বিসিক এলাকা ও চৌমুহনী বাজারে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার অপরাধে আনিকা প্লাস্টিককে দুই লাখ টাকা, তানিয়া প্লাস্টিককে দুই লাখ টাকা, এম কে প্রিন্টিংকে ৭৫ হাজার টাকা এবং রিপন প্যাকেজিংকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, র্যাব–১১ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর বিসিক ও চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমি/দীপ্ত সংবাদ