রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট–সাজেক সড়কে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে ৮ জন পর্যটক আহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাঘাইহাট–সাজেক সড়কের এগুজ্জেছড়ি এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাঘাইহাট থেকে জিপটি ১১ জন পর্যটক নিয়ে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রে (সাজেক ভ্যালি) যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে এগুজ্জেছড়ি এলাকায় পৌঁছালে পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে উল্টে যায়। এ সময় জিপে থাকা শিশুসহ আটজন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য পরিচয় চাকমা বলেন, রুইলুই ভ্যালিতে যাওয়ার পথে এগুজ্জেছড়ি এলাকায় সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি উল্টে যায়। এতে জিপের নিচে চাপা পড়েন আটজন পর্যটক।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আটজন পর্যটক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এসএ