সাকিব–হাথুরুসিংহের রসায়নে এশিয়া কাপ ও বিশ্বকাপে, বাংলাদেশের জন্য ভাল কিছু অপেক্ষা করছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। তবে ক্রীড়াঙ্গনে ক্রিকেট নিয়ে কাদা ছোঁড়াছুড়ির এই সময়ে, সবকিছু স্বাভাবিক করতে চমক দেখাতে হবে তাদের।
বাংলাদেশ ক্রিকেটের বর্ণিল এক চরিত্রের নাম সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দিতে পছন্দ করেন সামনে থেকে। ক্রিকেটে নানা অস্থিরতার মাঝেই দ্বিতীয় দফায় টাইগারদের ওয়ানডে দলের আর্মব্যান্ড পড়লেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এবারের সময়টা অন্যবারের চেয়ে একেবারেরই ভিন্ন। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সাবেক এ অধিনায়কের বিশ্বাস, সাকিবই পারেন সবটা শান্ত করতে।
২০১৭ সালে অনেকটা রূঢ়ভাবে বাংলাদেশকে বিদায় বলেছিলেন হাথুরুসিংহে। লম্বা বিরতির পর সেই একই ভূমিকায় আবারও তার ফেরা, সাথে সাকিবের ক্যাপ্টেন্সি, তাতে এশিয়া কাপ ও বিশ্বকাপের মত টুর্নামেন্টে আশার আলো দেখছেন ক্রিকেট বোদ্ধারা।
এশিয়া কাপের দল ঘোষণা শেষে এবার মাঠের লড়াইয়ের প্রস্তুতিতে সাকিব–মুশফিকরা। নতুন এক সাফল্যে দেশেকে রাঙাবে অভিজ্ঞদের পাশাপাশি, তামিম–হৃদয়দের মতো নতুন তুর্কিরা, ক্রিকেট মহলের প্রত্যাশাটা এমনই।
আল/ দীপ্ত সংবাদ