সন্ত্রাসী হামলায় বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলায় কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ফেনীর ট্রাংক রোডের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞাঁ‘র সভাপতিত্বে কর্মসূচীর সঞ্চালনা করেন ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞাঁ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার অতি দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনো ভাবেই মেনে নেয়া যায় না। অতি দ্রুত হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী শাখা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর শাখার নেতৃবৃন্দসহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
কর্মসূচীতে বক্তব্য রাখেন চ্যানেল আই এর ফেনী জেলা প্রতিনিধি রবিউল হর রবি, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দীপ্ত টিভির রিপোর্টার আবদুল্লাহ আল–মামুন, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির রিপোর্টার আরিফুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হাযদার মানিক, দৈনিক মানবজমিনের প্রতিনিধি নাজমুল হক শামীম, সাপ্তাহিক উদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ সাঈদ খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম এমরান পাটোয়ারী, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি ইউসুফ আলী, বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম প্রমূখ।
আবদুল্লাহ আল–মামুন/ইমাম/দীপ্ত নিউজ