হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা।
শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও বাড়িতে বাড়িতে আজ সরস্বতী পূজা, পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলো সকাল থেকেই ঢাক–ঢোল–কাঁসর, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর। কল্যাণময়ী দেবীর আশীর্বাদ কামনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে ভিড় করছেন শিক্ষার্থী ও ভক্তরা।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজা আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও বিভিন্ন বিভাগের আয়োজনে স্থাপন করা হয়েছে পূজামণ্ডপ। রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার বিভিন্ন মন্দির ও মণ্ডপে সরস্বতী পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান ছাড়াও প্রসাদ বিতরণ করা হবে।