মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

সম্প্রচার মাধ্যম ক্ষতিগ্রস্থে উদ্বেগ প্রকাশ করেছে বিজেসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চলাকালে গণমাধ্যম এবং সম্প্রচার মাধ্যম ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারবিজেসি।

গত শনিবার (২৭ জুলাই) সংগঠনের ট্রাস্টি বোর্ডের এক জরুরী সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

জানান হয়, খবর সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক নিহত এবং সম্প্রচার মাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক কলাকুশলী আহত হয়েছেন। টেলিভিশনগুলোর ৩৫টি গাড়ী ভাঙচুর করা হয়, আগুন দেয়া হয় ৮টিতে, ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি।

বিজেসি মনে করে, কোনো সংকটে সংবাদকর্মীরা হামলা বা সংবাদ প্রকাশে বাধার শিকার হলে স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয় এবং সংকট আরো বাড়ে। কারণ নিউ মিডিয়ার বর্তমান যুগে পেশাদার এবং স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠানই কেবল অপতথ্য, বিকৃত তথ্য ও গুজব প্রতিহত করতে পারে, যা সকলের জন্যেই জরুরি।

বিজেসি সম্প্রতি সংঘটিত সকল হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে। পাশাপাশি সাংবাদিকের নিরাপত্তা ও তাদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত এবং আস্থা তৈরির জন্য ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে ভূমিকা নেয়ার আহ্বান জানাচ্ছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More