ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে দুই দলের জাতীয় সংগীতের সময় অবিশ্বাস্য এক দৃশ্য দেখা যায় ঐতিহাসিক মারাকানায়। ম্যাচ শুরুর আগ মুহূর্তে গ্যালারিতে দাঙ্গায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা।
এসময় মারাকানার গ্যালারিতে থাকা আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। ব্রাজিলিয়ান পুলিশকে রুখতে সতীর্থদের নিয়ে ছুটে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পুরো আর্জেন্টিনা দলের মধ্যে আলাদা ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। পুলিশকে রুখতে তাদের লাঠি টেনে ধরেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মারাকানায় গ্যালারির এক অংশে আর্জেন্টিনার সমর্থকদের পিটিয়েছে ব্রাজিলিয়ান পুলিশ। রয়টার্স জানিয়েছে, জাতীয় সংগীতের সময় গ্যালারিতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা মারামারি শুরু করে। এতে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর খেলা শুরু হয়।
আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় সংগীতের সময় ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্দেশে দুয়ো দেয় আর্জেন্টিনার সমর্থকরা। এতে ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনার সমর্থকদের ওপর আসন ছুড়ে মারতে থাকে ব্রাজিলের সমর্থকরা। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা শুরু করে ব্রাজিলের পুলিশ।
কারণটা যাই হোক, আর্জেন্টাইন সমর্থকদের ওপর পুলিশের লাঠিপেটা ভালোভাবে নেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শক্তমুখে সতীর্থদের নিয়ে পুলিশকে রুখতে গ্যালারিতে যান তিনি।
সে সব ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরমধ্যে একটি ছবি নজর আসে সবার। সেই ছবিতে দেখা যায়, পুলিশ যখন আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করছে তখন মেজাজ সামলাতে না পেরে পুলিশের ওপর তেড়ে গিয়েছিলেন আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
আল/ দীপ্ত সংবাদ