সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মেসি

দানি আলভেজের ৪৩ শিরোপাকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা

Avatar photoআল আমিন

লিওনেল মেসির ক্যারিয়ারে প্রায় সব ট্রফিই ছুঁয়ে দেখা শেষ। এত অগুণতি ট্রফির মধ্যে বাকি ছিল একটা বিশ্বকাপ। অবশেষে আরাধ্য ট্রফিও ছুঁয়ে ফুটবলকে পূর্ণতা দিয়েছেন মেসি। লুসাইলে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জিতে আর্জেন্টিনা।

এতো পাওয়ার ভিড়েও থেমে যাননি আর্জেন্টাইন অধিনায়ক। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের ফুটবলকে বিদায় বলে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। তলানিতে পড়ে থাকা একটি দলকে অভিষেকের মাত্র এক মাসের মধ্যে এনে দিলেন নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা।

এই ট্রফি জয়ে ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন মেসি। এ পথে তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। ব্রাজিলিয়ান তারকা আলভেজ তাঁর ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। তাঁকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা। হয়তো এখানেই শেষ নয়।

এক নজরে মেসির ৪৪ শিরোপা:

 

আর্জেন্টিনা ()

. ফুটবল বিশ্বকাপ: ২০২২

. কোপা আমেরিকা: ২০২১

. কনমেবল উয়েফা কাপ চ্যাম্পিয়নস: ২০২২

. যুব বিশ্বকাপ: ২০০৫

. অলিম্পিক: ২০০৮

 

বার্সেলোনা (৩৫)

. লালিগা: ২০০৪০৫, ২০০৫০৬, ২০০৮০৯, ২০০৯১০, ২০১০১১, ২০১২–১৩, ২০১৪১৫, ২০১৫১৬, ২০১৭১৮, ২০১৮১৯

. কোপা দেল রে: ২০০৮০৯, ২০১১১২, ২০১৪১৫, ২০১৫১৬, ২০১৬১৭, ২০১৭১৮, ২০২০২১

. উয়েফা চ্যাম্পিয়নস লিগ: ২০০৫০৬, ২০০৮০৯, ২০১০১১, ২০১৪১৫

. ফিফা ক্লাব বিশ্বকাপ: ২০০৯, ২০১১, ২০১৫

. সুপারকোপা: ২০০৫, ২০০৬, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৬, ২০১৮

. উয়েফা সুপার কাপ: ২০০৯, ২০১১, ২০১৫

 

প্যারিস সেইন্ট জার্মেইন ()

. লিগ ওয়ান: ২০২১২২, ২০২২২৩

. ট্রফি দে চ্যাম্পিয়নস: ২০২২

 

ইন্টার মায়ামি ()

. লিগস কাপ: ২০২৩

ব্যক্তিগত অর্জনেও মেসি সমৃদ্ধ।

 

ব্যক্তিগত অর্জন:

. ব্যালন ডি’অর: ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১

. গোল্ডেন বল: ২০১৪, ২০২২

. ফিফা বর্ষসেরা খেলোয়াড়: ২০০৯

. ফিফার সেরা পুরুষ খেলোয়াড়: ২০১৯

 

আর্জেন্টিনায় জন্ম এবং বেড়ে ওঠা মেসি ছোট বেলায় গ্রোথ হরমোন সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হন। সেই সময় আর্জেন্টিনার কোন ক্লাবের পক্ষে তাঁর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। কিন্তু ক্লাব বার্সেলোনা তাঁর চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেয়ায় ১৩ বছর বয়সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান। বার্সেলোনার যুব প্রকল্পে তিনি নিজের প্রতিভার প্রমাণ দেখাতে শুরু করেন এবং ২০০৪ সালের অক্টোবরে ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে তাঁর অভিষেক হয়।

 

 

আল আমিন/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More