দিল্লিতে ভূ-রাজনীতি ও ভূ-কৌশল নিয়ে ভারতের ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক সম্মেলন ‘রাইসিনা সংলাপ’ বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় দিল্লিতে শুরু হবে। ‘উসকানি, অনিশ্চয়তা ও অশান্তি: ঝড়ের মধ্যে বাতিঘর’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত তিন দিনের এই সম্মেলন উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বাংলাদেশ থেকে অংশ নেবেন আইনজীবী তানিয়া আমীর, আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সাব-কমিটির সদস্য আইনজীবী ফারজানা মাহমুদ এবং ‘সুচিন্তা ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ আরাফাত। সংলাপে অংশ নিচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিল গেটস, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউটের গ্লোবাল ইকোনমি ও ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো ড. অমর ভট্টাচার্যসহ বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।
ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলনের কারণে এ বছরের রাইসিনা সংলাপ বিশেষ তাৎপর্যপূর্ণ। সংলাপে অংশ নেবেন জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও।
এমি/দীপ্ত