স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন রেডিও জোকি ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গোলাম কিবরিয়া সরকার ওরফে আরজে কিবরিয়া।
জানা যায়, বুধবার (১১ জানুয়ারি) স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান কিবরিয়া। পরে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সন্তান ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
বেশকিছু সংবাদ মাধ্যমে খবর আসে, স্ত্রীর হাতে মার খেয়ে এই জিডি করেছেন তিনি। তবে কিবরিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘বিষয়টি সঠিক নয়।’
সূত্রটি দীপ্ত নিউজকে বলেন, ‘দুই সন্তানদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে কিবরিয়া এই সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু বিষয়টি বিভিন্ন জায়গায় ভুলভাবে ব্যাখ্যা হচ্ছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এখন কিছুই বলতে চাইছেন না। তবে পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে কিবরিয়া পুরো বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলবেন!’
জানা যায়, এদিন দুপুরে নিরাপত্তা চেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন কিবরিরা। পরে এ ঘটনায় কক্সবাজার থানায় জিডি করেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, পারিবারিক বিষয় নিয়ে বাড়াবাড়ির জের ধরে তার স্ত্রী আত্মহত্যা ও সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়ায় কিবরিয়া ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানাকে অবহিত করেছেন।
বর্তমানে কিবরিয়া কক্সবাজারেই অবস্থান করছেন। সেখান থেকে শুক্রবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।