সদ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে । নির্বাচন চলাকালীন কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটারদের উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দিয়ে গোটা সদ্বীপকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের জন্ম এবং গ্রামের বাড়ি এই উপজেলায়। ১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সদ্বীপ উপজেলার মোট ভোটকেন্দ্র ৮৬টি। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করছেন আনারস প্রতীকের প্রার্থী সাবেক পৌর প্রশাসক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
ব্যালট পেপারে নাম রয়েছে আরও দুজন প্রার্থীর। তাঁরা হলেন মশাল প্রতীকের জাসদ মনোনীত মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ ও দোয়াত–কলম প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল। এই দুজন রফিকুল ইসলামকে সমর্থন দিয়ে সরে যাওয়ার ঘোষণা দেন।
আল/দীপ্ত সংবাদ