গত চার বছরেও সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। দুর্ঘটনায় হতাহতদের কেউই ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। দুর্ঘটনার রোধে সরকারের আন্তরিকতার অভাবের কথা বলছেন বিশেষজ্ঞরা।
২০১৮ সালে সড়ক পরিবহণ আইন সংশোধন করে সরকার। সেখানে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের বিধান রাখা হয়। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০২১ সালে ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৭ হাজার ৮০৯ জনের। আর আহত ৯ হাজার ৩৯ জন, যাদের বেশিরভাগই পঙ্গু। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করা ব্যক্তিরা বলছেন, আইন থাকলেও এখন পর্যন্ত ক্ষতিপূর পায়নি একটি পরিবারও।
সড়ক ও প্রযুক্তিগতভাবে গাড়ির উন্নয়ন হলেও, ঘাটতি দক্ষ চালকের। আর সরকারি সংস্থার সহায়তা ছাড়া এই পেশায় উন্নয়ন সম্ভব নয়- মত পরিবহন বিশেষজ্ঞদের। তারা বলছেন, সড়ক দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা যেকোনো মহামারির চেয়ে ভয়াবহ। তবে, তা মোকাবিলায় সরকারের তৎপরতা যথেষ্ট নয়।