বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকে একথা জানানো হয়েছে।
তিনি বলেন, নো ইলেকশন উইথআউট রিফর্মস। ইসিকে এটাই জানানো হয়েছে। আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। জনআকাঙ্খাকে গুরুত্ব দিতে আমার জাতীয় ভোটের আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রবাসী ভোটারদের ভোট নিশ্চিত করতে হবে। সংবিধানিকভাবে প্রতিটি জনগণ নির্বাচন করতে। কোনো দলের নিবন্ধন দরকার নেই। বিএনপি নির্বাচন নিয়ে তাদের মত দিয়েছে এটা নিয়ে বক্তব্য নেই জামায়াতের। তিনশো আসনে প্রার্থী যাছাই করেছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী৷
মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসির সঙ্গে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২৩ দফা দাবি জানিয়েছি। বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সময় দিতে জামায়াত প্রস্তুত।
আল