আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ২৭টি সংসদীয় আসনে তাদের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এই তালিকা অনুমোদন দেয়া হয়।
জুলাই অভ্যুত্থানের মূল সমন্বয়কদের নেতৃত্বে গঠিত এই রাজনৈতিক দলটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আরও পড়ুন: কুমিল্লা-৪: হাসনাতের মনোনয়ন বৈধ, মঞ্জুরুলের মনোনয়ন বাতিল
জোটের আসন সমঝোতা অনুযায়ী এনসিপি মোট ৩০টি আসন বরাদ্দ পেয়েছে, যার মধ্যে ২৭টির নাম ঘোষণা করা হলো। বাকি ৩টি আসনের প্রার্থীও দ্রুতই চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
চূড়ান্ত হওয়া আসনগুলো হলো–
| ক্রম | আসন | নির্বাচনী এলাকা | প্রার্থীর নাম |
| ১ | পঞ্চগড়–১ | পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী | সারজিস আলম |
| ২ | দিনাজপুর–৫ | পার্বতীপুর ও ফুলবাড়ী | ডা. আব্দুল আহাদ |
| ৩ | রংপুর–৪ | পীরগাছা ও কাউনিয়া | আখতার হোসেন |
| ৪ | কুড়িগ্রাম–২ | কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট | আতিক মুজাহিদ |
| ৫ | নাটোর–৩ | সিংড়া | জার্সিস কাদির |
| ৬ | সিরাজগঞ্জ–৬ | শাহজাদপুর | সাইফ মোস্তাফিজ |
| ৭ | পিরোজপুর–৩ | মঠবাড়িয়া | শামীম হামিদী |
| ৮ | টাঙ্গাইল–৩ | ঘাটাইল | সাইফুল্লাহ হায়দার |
| ৯ | ময়মনসিংহ–১১ | ভালুকা | ডা. জাহিদুল ইসলাম |
| ১০ | মুন্সিগঞ্জ–২ | লৌহজং ও টঙ্গিবাড়ী | মাজেদুল ইসলাম |
| ১১ | ঢাকা–৮ | মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর | নাসীরুদ্দীন পাটওয়ারী |
| ১২ | ঢাকা–৯ | খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা | জাবেদ রাসিন |
| ১৩ | ঢাকা–১১ | বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা | নাহিদ ইসলাম |
| ૧૪ | ঢাকা–১৮ | উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত | আরিফুল ইসলাম আদীব |
| ১৫ | ঢাকা–১৯ | সাভার | দিলশানা পারুল |
| ১৬ | ঢাকা–২০ | ধামরাই | নাবিলা তাসনিদ |
| ১৭ | গাজীপুর–২ | সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস এলাকা | আলী নাছের খান |
| ১৮ | নরসিংদী–২ | পলাশ ও সদরের আংশিক | সারোয়ার তুষার |
| ১৯ | ব্রাহ্মণবাড়িয়া–২ | সরাইল ও আশুগঞ্জ | মাওলানা আশরাফ মাহদী |
| ২০ | ব্রাহ্মণবাড়িয়া–৩ | ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর | মোহাম্মদ আতাউল্লাহ |
| ২১ | কুমিল্লা–৪ | দেবীদ্বার | হাসনাত আব্দুল্লাহ |
| ২২ | নোয়াখালী–২ | সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক | সুলতান জাকারিয়া |
| ২৩ | নোয়াখালী–৬ | হাতিয়া | হান্নান মাসউদ |
| ২৪ | লক্ষ্মীপুর–১ | রামগঞ্জ | মাহবুব আলম |
| ২৫ | চট্টগ্রাম–৮ | বোয়ালখালী ও সিটি কর্পোরেশনের চান্দগাঁও–পাঁচলাইশ এলাকা | জোবাইরুল হাসান আরিফ |
| ২৬ | বান্দরবান | বান্দরবান পার্বত্য জেলা | এস এম সুজা উদ্দিন |
| ২৭ | নারায়ণগঞ্জ–৪ | সদর উপজেলার আংশিক | আব্দুল্লাহ আল আমিন |
আরও পড়ুন: নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ
তবে এসব আসনের মধ্যে দুই–একটিতে প্রার্থী পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে এনসিপি।