প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া এখন প্রতীক বরাদ্দ ও প্রচারণা পর্যায়ে প্রবেশ করছে।
নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২১ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরই আগামীকাল (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচন প্রচারণা, যা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।
ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ নির্বাচনে এবার উল্লেখযোগ্য একটি দিক হলো—ভোটগ্রহণের দিন জাতীয় সংসদ নির্বাচন হবার পাশাপাশি একই সময়ে ভিন্ন ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ইসি পরিপত্র অনুযায়ী, ব্যালট পেপারে প্রার্থীদের নাম বাংলা বর্ণক্রম অনুসারে সাজিয়ে চূড়ান্ত করা হবে।
এসএ