সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

সংসদ নির্বাচনে ২৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা অঞ্চলের ৪১টি সংসদীয় আসনের বিপরীতে সর্বমোট ৪৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে জমা পড়েছে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪টি এবং কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনের বিপরীতে ৩৬৫টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

এছাড়া রাজশাহী অঞ্চলের ৩৯টি সংসদীয় আসনে ২৬০টি, খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬টি, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬টি এবং ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনের বিপরীতে ৩১১টি মনোনয়নপত্র জমা পড়েছে। সিলেট অঞ্চলের ১৯টি আসনে জমা পড়েছে ১৪৬টি এবং রংপুর অঞ্চলের ৩৩টি আসনের বিপরীতে ২৭৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি সময়কালে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More