শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সংকটের মধ্যেই রাশিয়া,চীন, ইরানের ত্রিপক্ষীয় নৌমহড়া শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইউক্রেনের চলমান সংকটের মধ্যেই রাশিয়া আরব সাগরে চীন ও ইরানের সঙ্গে ‘মেরিন সিকিউরিটি বেল্ট ২০২৩’ নামে ত্রিপক্ষীয় নৌমহড়া শুরু করেছে। স্থানীয় সময় বুধবার (১৫ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ নৌমহড়ার নাম ‘মেরিন সিকিউরিটি বেল্ট ২০২৩’। ইরানের চাবাহার বন্দরে নৌমহড়া শুরু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার নৌবাহিনীর এ মহড়া হবে।

মহড়ায় রাশিয়ার নৌবাহিনীর অ্যাডমিরাল গ্রোশকভ ফ্রিগেট ও মাঝারি আকারের ট্যাঙ্কার অংশ নিচ্ছে। জাহাজগুলো যৌথ অভিযান চালাবে এবং দিনে ও রাতে গোলা নিক্ষেপের অনুশীলন করবে।

এক বছর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পশ্চিমা রাষ্ট্রগুলো একের পর এক নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোর ওপর। আর এ কঠিন সময়ে ড্রোনসহ নানান সহায়তা দিয়ে রাশিয়ার পাশে থেকেছে ইরান। আবার সরাসরি পক্ষ না নিলেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে চীন।

সূত্র: তাস

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More