শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। শনিবার (১০ মে ২০২৫) সন্ধ্যায় দেশটির রাজধানী কলম্বোর সিনামন লাইফ হোটেলে ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ শীর্ষক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে আয়োজনের মাধ্যমে ব্র্যান্ডটির পথচলা শুরু হয়।
শ্রীলঙ্কায় ওয়ালটনের পরিবেশক হিসেবে কাজ করবে খ্যাতনামা প্রতিষ্ঠান মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড। তারা জানিয়েছে, দেশজুড়ে সহস্রাধিক সেলস আউটলেটে বিক্রি হবে ওয়ালটনের প্রযুক্তিপণ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসাল মাদুওয়ান্তা আরিয়াপালা, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা, এবং ওয়ালটন মাইক্রো–টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টে পৃষ্ঠপোষকতার মাধ্যমে শ্রীলঙ্কায় ওয়ালটন ইতিমধ্যেই পরিচিত একটি ব্র্যান্ড। এবার আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত। মনিক ট্রেডিংয়ের মতো প্রতিষ্ঠিত একটি কোম্পানিকে পাশে পেয়ে আমরা আশাবাদী।”
তিনি আরও জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ওয়ালটন পণ্যের গবেষণা, উন্নয়ন ও অটোমেশনে প্রতিনিয়ত বিনিয়োগ করছে। চীন ও দক্ষিণ কোরিয়ায় রয়েছে ওয়ালটনের নিজস্ব রিসার্চ অ্যান্ড ইনোভেশন (R\&D) সেন্টার। এসব গবেষণার ফলেই বাজারে এসেছে বিশ্বের প্রথম ভয়েস কন্ট্রোলড এসি এবং দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ–সাশ্রয়ী রেসিডেন্সিয়াল এসি।
মনিক ট্রেডিংয়ের এমডি ড. ওয়াসাল মাদুওয়ান্তা বলেন, “পণ্যের গুণমান, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রতিযোগিতামূলক দামের কারণে ওয়ালটন খুব দ্রুতই শ্রীলঙ্কার বাজারে গ্রাহকপ্রিয়তা অর্জন করবে।”
বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি জান্নাতুল হাবিব বলেন, “ওয়ালটনের এ উদ্যোগ কেবলমাত্র একটি ব্যবসায়িক সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের রপ্তানি ও ব্র্যান্ড ইমেজ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
ওয়ালটন মাইক্রো–টেকের সিইও নিশাত তাসনিম বলেন, “শ্রীলঙ্কায় ওয়ালটনের যাত্রা আমাদের গ্লোবাল ব্র্যান্ডে রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা আশা করি, এখানেও ওয়ালটন দ্রুততম সময়ের মধ্যেই শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে উঠবে।”
ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, শ্রীলঙ্কার বাজারে শক্ত অবস্থান গড়ে তুলতে দেশব্যাপী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবা সম্প্রসারণে ইতোমধ্যেই প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে।