মাগুরা জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুলাই মাসের প্রথম ৫ দিনে অন্তত ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নারীসহ ভর্তি রয়েছে ১০ জন। শনাক্ত রোগীদের বেশির ভাগের বাড়ি শ্রীপুর উপজেলার রাজাপুর, তখলপুর ও দুর্গাপুর পাশাপাশি তিনটা গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ‘জুন মাসে ১৮ জন রোগীর ডেঙ্গু পরীক্ষা করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়। তাঁদের মধ্যে দুজন জেলার বাইরে থেকে এলাকায় এসে অসুস্থ হন। ঈদের পর জুলাই মাসে ১ থেকে ৫ তারিখ পর্যন্ত ৬০ জনের পরীক্ষা করে ২১ জনের ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে‘।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এজাজ আহমেদ বলেন, ‘গত দুই সপ্তাহে যে ক‘জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ জন ভর্তি আছে বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। আর এখন প্রতিদিন পাঁচ থেকে ছয়জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন‘।
জেলার সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান জানান, ‘মাগুরা সদর হাসপাতালে ঈদ পরবর্তী ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হলেও ৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি আছে ১ নারীসহ ২ জন। তবে চলতি বছর ডেঙ্গুতে জেলায় কোনো মৃত্যু হয়নি‘
শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত সংবাদ