বরিশাল মহাসড়ক কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা, মারধর ও ভাঙচুর করা হয়েছে। এতে দুই গ্রুপের অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টায় সংঘর্ষে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে ওই সড়কে কিছুক্ষণ চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পরেন যাত্রীরা।
বর্তমানে টার্মিনাল এলাকায় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে।
পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতনরা বিক্ষুব্ধদের সড়ক থেকে সরিয়ে দেন। এখন যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ