শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুক লাইভে এসে মিজান (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ।
মিজান ওই এলাকার আব্দুল হালিমের ছেলে। সে স্থানীয় বাজারের একটি সেলুনে নর সুন্দরের কাজ করতো। তার এক ছেলে, এক মেয়ে সন্তান ও স্ত্রী রয়েছে।
মিজানের পরিবার ও স্থানীয়রা জানান, রহস্যজনক কারণে মিজান আরও দুইবার কীটনাশক পান করে। সেই সময় চিকিৎসা করে সে ভালো হয়েছে। সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে ফেসবুকে লাইক করেন। এ সময় তিনি বলেন, “আমি এভাবে কখনো ফেসবুকে লাইভ করি নাই। আজ আমার শেষ লাইভ।‘
তিনি লাইভে তার শ্বশুর শ্বাশুরিকে দোষারোপ করে বলেন, “আমার একটি ছেলে একটি মেয়ে। আমার মৃত্যুর পর কষ্ট পাবে। আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্ত্রী।‘ পরে তিনি কীটনাশক পান করে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এতে আশপাশের লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মিজানের স্ত্রী সালমা খাতুন বলেন, সে এর আগেও দুইবার বিষ খেয়েছিল। তার মাথার সমস্যা। সে মাঝে মধ্যে বলতো বিষ খেয়ে আত্মহত্যা করবে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবি। তিনি বলেন, পর পর দুইবার বিষ খেয়েও সে বেঁচে গেছে। এবার রহস্যজনক কারণে ফেসবুকে লাইভে বিষ খেয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় সে নিজেই দায়ী। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ