সোমবার, নভেম্বর ৪, ২০২৪

শো-রুম উদ্বোধনে বাধা, ফিরে গেলেন অভিনেত্রী মেহজাবীন

দীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর আর এস রোডে খুকি লাইফস্টাইল নামে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। তবে তাকে দিয়ে শোরুম উদ্বোধনের প্রতিবাদ করেছেন সেখানকার একদল মানুষ।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় মেহজাবীনের সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে আর যাননি তিনি।

খুকি লাইফস্টাইল শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এ সময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা বলেন তিনি। তার এই ঘোষণার পর শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।

ওই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

শোরুম উদ্বোধনের ঘোষণা দিয়েও কেন মেহজাবীন এলেন না? জানতে চাইলে খুকি লাইফস্টাইলের ম্যানেজার ইমদাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই শোরুম উদ্বোধন করা হয়েছে।’ কাদের বাধার কারণে তিনি আসেননি? এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে।’

ওই উদ্বোধন অনুষ্ঠানে আসা ওসমান নামের একজন অতিথি বলেন, ‘বিষয়টা হচ্ছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষপর্যন্ত শোরুম উদ্বোধনে আসেননি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’

 

সুপ্তি‌/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

সম্পাদক: এস এম আকাশ

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.