ঝিনাইদহের শৈলকুপার চায়ের দোকানদার মুকুল হোসেনের শোবার ঘর থেকে মিললো গোখরা সাপের ২০টি জ্যান্ত বাচ্চা।
সোমবার (৩ জুলাই) সকালে শৈলকুপা পৌরসভার মালিপাড়া থেকে মাটি খুড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে আনা হয় ।
চা দোকানী মুকুল হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে বাড়ির মেয়েরা সাপের বাচ্চা দেখতে পায় । পর পর কয়েকবার এমন ঘটনা ঘটলে আমাদের সন্দেহ হলে ঘরের দুই পাশের টিন খুলে মাটির মেঝে খুড়তে শুরু করি । একপর্যায়ে সাপের বাচ্চা বের হতে থাকে । তারপর শেষ পর্যন্ত ২০ জ্যান্ত বাচ্চা পাওয়া যায় । তাবে বড় কোন সাপ পাওয়া যায়নি ।
ওঝা চিত্ত দাশ জানান, এগুলো গোখরো সাপের বাচ্চা, যা খুবই বিষধর । এগুলোর বয়স কমপক্ষে ১০ দিন হবেই । সাপ যেভাবে পালা হয় ঠিক সেভাবেই এগুলোকেও পালা হবে । যেহেতু এদের মাকে পাওয়া যায়নি এবং বাচ্চা গুলো খুব ছোট হওয়াই বেশিরভাগ মারা যাওয়ার সম্ভাবনা আছে।
শাহরিয়ার আলম/এসএ/ দীপ্ত নিউজ