শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে পেঁপে গাছকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ আহত আটজন।
শনিবার সন্ধ্যায় (৬ এপ্রিল) উপজেলার পাহাড়ি অঞ্চল নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনজন খুন থেকে শুরু করে এই এলাকায় একের পর এক এমন সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। এই সংঘর্ষে গুরতর আহত উভয় পক্ষের চারজনকে রাতেই চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। বাকীরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
একই গ্রামের আব্দুর রহিম ও খোরশেদ আলমদের মধ্যে কয়েক শতাংস জমি নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রাম্য সালিশী বৈঠক হয়। সিদ্ধান্তমতে রহিমের জায়গা ছেড়ে দিবে খোরশেদ আলম। কয়েক বছর আতিবাহিত হলেও সালিশের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। ৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় খোরশেদ আলম পেঁপে গাছ রোপন করে ওই নালিশী জায়গায়। এ বিষয়টি নিয়ে উভয়পক্ষের বাক–বিতন্ডার এক পর্যায়ে তুমুল সংঘর্ষ বাধে।
সংঘর্ষে দুই পক্ষের আটজন আহত হয়। গুরুতর আহতাবস্থায় খোরশেদ আলম(৩৫), এরশাদ আলী(৩৫), ফুলবানু (৫৫)ও প্রতিপক্ষ আব্দুর রহিম(৫৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে চিকিৎসক। বাকীরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে বলেন–এর আগে এই গ্রামে সংঘর্ষে তিনজন খুন হয়। ৫ এপ্রিল, শুক্রবার দুপুরে একজনকে পিটিয়ে দুই হাত ও এক পা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। একের পর এক এমন সংঘর্ষের ঘটনায় চরম বিপর্যয় ঘটেছে গ্রামটিতে। প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।
মঞ্জুরুল / আল / দীপ্ত সংবাদ