প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনকে ভয় পান তাইতো তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকেলে (২৩ মে) নারায়ণগঞ্জের খানপুর এলাকায় মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমরা চাই এ শাসন ব্যবস্থার অবসান হোক। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। সেখানে জনগণ যাকে ভোট দেবে তিনি সরকার গঠন করবেন।
তিনি আরো বলেন, আজকে নাইকো মামলার বিচার শুরু করেছেন। এই নাইকো মামলার আসামি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তিনি রাষ্ট্র ক্ষমতার জোরে তার নাম বাদ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামসহ আরো কয়েকজনের নাম দিয়ে তিনি সেখানে বিচার করছেন।
রিজভী আরো বলেন, আন্দোলন সংগ্রামের নগরী নারায়ণগঞ্জ। এখানে অনেক অন্যায় অবিচার হয়েছে। এখানে প্রতিবাদ করে সবচেয়ে শক্তিশালী দল বিএনপি। এই প্রতিবাদ না থাকলে আরো অন্যায় অবিচার হত। আমরা সত্যের পক্ষ আছি। সুতরাং আমাদের অন্যায়ের বিরুদ্ধে ঐকবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
পদযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠিনক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবুর আল ইউসুফ টিপুসহ স্থানীয় নেতাকর্মীরা।
গৌতম সাহা/এমি/দীপ্ত নিউজ