জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ চলছে।
সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, আজ চারজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে।
এ মামলায় এখন পর্যন্ত মোট ৮১ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
এর আগে রবিবার (২৪ আগস্ট) মামলার প্রথম শহীদ আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. রাজিবুল ইসলামসহ তিনজন সাক্ষ্য দেন। সাক্ষ্যে ডা. রাজিবুল জানান, আবু সাঈদের মৃত্যুর কারণ হিসেবে পুলিশের গুলিতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কথা উল্লেখ করে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হলেও তা পুলিশ গ্রহণ করেনি। পরবর্তীতে সরকারের উচ্চপর্যায় থেকে চাপ ও মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হয় বলে দাবি করেন তিনি। জীবনের ঝুঁকি নিয়েই তিনি প্রকৃত কারণ উল্লেখ করে পোস্টমর্টেম প্রতিবেদন প্রস্তুত করেন।