আজ ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ঐতিহাসিক ৩৬ জুলাই–গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি দিন।
মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক দিবস উদযাপনে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ভিড় জমিয়েছেন হাজারো মানুষ।
ব্যতিক্রমী এক আয়োজন দেখা গেল দুপুর ২টা ২৫ মিনিটে– গত বছর যে সময় শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ঠিক ওই সময়ই আকাশে উড়ানো হলো হেলিকপ্টার সদৃশ্য বিশালাকৃতির বেলুন।
দুপুর ২টা ২৫ বাজতেই বেলুনগুলো আকাশে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল— ‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, হেলিকপ্টারে পালাইছে!’
আয়োজকরা বলেন, ‘গত বছর এই মুহূর্তেই শেখ হাসিনা হেলিকপটার করে বাংলাদেশ থেকে পালিয়ে যান। আমরা সেই সময়টাকে চিরস্মরণীয় করে রাখতে এই প্রতীকী উদ্যোগ নিয়েছি।’
বেলুন আকাশে ছেড়ে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। কেউ হাসছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ বা স্লোগান দিচ্ছেন।
এসএ