মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল‘কে ফেরত চেয়ে ভারত‘কে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
রবিবার (২৩ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় জানিয়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল‘কে ফেরত চেয়ে শুক্রবার (২১ নভেম্বর) দিল্লি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে।
এরআগে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি এবং রাজসাক্ষী চৌধুরূ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়।
রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ এবং বিচারিক প্রক্রিয়ায় সহায়তা এবং সত্য উন্মোচনে এগিয়ে আসায় সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল–মামুন’কে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনার–১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এসএ