স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে ফেনীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলালের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেখ হাসিনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এছাড়াও মোটর সাইকেল যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিএনপির নেতাকর্মীরা।
এর আগে, ছাত্র–জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ১৬ আগস্ট শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইদিন ছাত্র–জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হবে।
মামুন/ আল/ দীপ্ত সংবাদ