সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

শেখ হাসিনার ফাঁসির রায়ে মাদারীপুরে বিএনপির আনন্দ মিছিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আর্ন্তজাতিক ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় মাদারীপুরের শিবচরে আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

মাদারীপুর১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি কামাল জামান মোল্লার নেতৃত্বে তার সমর্থকদের অংশগ্রহণে সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিক একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেনআজ বাংলাদেশের কৃষক শ্রমিক মেহেনতি মানুষসহ বিএনপির সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছে। শেখ হাসিনা হাজারও মায়ের বুক খালি করেছে, তিনি হাজারো ভাইবোনকে অন্যায়ভাবে গুলি করে মেরেছে। তার সাজা আজ তার বানানো ট্র্যাইবুনালেই রায় হয়েছে। এই রায় বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, আজ সাধারণ মানুষ আনন্দ উল্লাস করছে। শেখ হাসিনা আইনের শাসনকে ধ্বংস করে এ দেশ থেকে পালিয়েছে। আমরা যেখানেই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীকে পাবো, আমরা ধরে আইনের হাতে তুলে দেব।

এ সময় শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোল্লা সাজুসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More