প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। তবে সেই দুঃসময়েও শেখ হাসিনা বিন্দুমাত্র বিচলিত হননি। বরং তার নেতৃত্বে ও তৃণমূলের শক্তিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন, রাজনৈতিক বিশ্লেষকরা।
দেশে তখন জরুরি অবস্থা। কয়েক মাস নজরবন্দী রাখার পর, দুদকের মামলায়, ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে রাজধানীর ধানমণ্ডির সুদাসদন থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে।
কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। সরাসরি জাতীয় সংসদ ভবনের পাশে স্থাপিত সাব জেলে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনাকে। সেখানেই ১১ মাস কারাবন্দী ছিলেন তিনি।
কঠিন সময়েও দৃঢ়তার সাথে শেখ হাসিনাকে পরিস্থিতি মোকাবিলা করতে দেখেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা মনোবল জুগিয়েছে তাদের।
শেখ হাসিনার মুক্তির জন্য ২৫ লাখ সই সংগ্রহ করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। গড়ে তোলা হয় দেশীয় ও আন্তর্জাতিক জনমত। দেশজুড়ে আওয়ামী লীগের নিয়মতান্ত্রিক আন্দোলন, সেইসঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে ২০০৮ সালের ১১ জুন জামিনে মুক্তি পান শেখ হাসিনা।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বে নবম জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
আল/ দীপ্ত সংবাদ