আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আত্মবিশ্বাস কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৮ জুন) ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সবাই মনে করছে যে, এই সরকার আর নাই। এটি আমাদের কথা নয়, এটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনারই কথা। কারণ উনি বলেছেন– উনাকে সরানোর জন্যেই বিদেশি শক্তিরা কাজ করছে। উনি (শেখ হাসিনা) বলেছেন– যদি সেন্টমার্টিন দ্বীপ দিয়ে দেই তাহলে আমি ক্ষমতায় থাকতে পারব। তার মানে, তিনি সেন্টমার্টিন দেবেনও না, ক্ষমতায় থাকতেও পারবেন না। এর মানে দাঁড়াচ্ছে, তার আত্মবিশ্বাস এমন জায়গায় চোলে গেছে। তিনি যে আর ক্ষমতায় থাকছেন না, এটা তিনি বুঝতে পারছেন।‘
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। সবাই মনে করে, এই সরকারোর সরে দাঁড়িয় একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।‘
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার, অবৈধ সরকার। তারা অসাংবিধানিকভবে, বেআইনিভবে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। তাদের একটাই লক্ষ্য, তা হলো– বাংলাদেশের সম্পত্তি লুট করে বিদেশে প্রাচার করা। একথা শুধু আমার বা দেশর প্রতিষ্ঠিত অর্থনীতিবিদদের কথা নয়। এগুলো এখন বাইরের বিভিন্ন দেশে বলা শুরু হয়েছে।‘
এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নবনির্মিত জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈইমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঈনুদ্দীন তালুকদার হিমেল/মাসউদ/দীপ্ত সংবাদ