শুরু হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকার প্রকল্প ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন প্রকল্পসহ জনগণের জরুরি প্রয়োজন মেটাতে ব্যয় হচ্ছে রিজার্ভের অর্থ। টাকা পাচারে জড়িতরাই এ নিয়ে প্রশ্ন তুলছেন।
রাজধানী ও এর আশপাশের এলাকার যানজট নিরসনে, শাহজালাল বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে উপকার পাবে ৩০ জেলার ৪ কোটিরও বেশি মানুষ।
২৪ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কে নির্মাণে খরচ ধরা হয়েছে ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা। এটি যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। শনিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাণকাজ উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের যোগযোগ ব্যবস্থার উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ। রিজার্ভের টাকা কেন উন্নয়নকাজে খরচ করা হচ্ছে ব্যাখ্যা করেন তার কারণ। রিজার্ভের অর্থ ব্যবহার নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাবও দেন সরকার প্রধান। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, প্রকল্প বাস্তবায়নে জনভোগান্তি যেন না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
২০১৭ সালে একনেকে এই এক্সপ্রেসওয়ে প্রকল্প অনুমোদন পেলেও ঋণ নিয়ে অনিশ্চয়তা, করোনাসহ নানা কারণে পিছিয়ে যায় নির্মাণকাজ। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য সরকারের।