নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা (৪৭) মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইতালির ভেনিসে সিরিজটির পঞ্চম সিজনের শুটিং সেটে হঠাৎ পড়ে যান তিনি। দ্রুত চিকিৎসা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বোরেলার আকস্মিক মৃত্যুতে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, “এমিলি ইন প্যারিস প্রযোজনা পরিবারের একজন সদস্যকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।”
জানা গেছে, শুটিংয়ের শেষ দৃশ্যের প্রস্তুতি চলাকালীন এ ঘটনা ঘটে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দিয়েগো বোরেলা ছিলেন একজন সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি শিশুদের গল্পের লেখক হিসেবেও পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে এমিলি ইন প্যারিসের পঞ্চম সিজনের শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পুনরায় তা শুরু হয়েছে। সিজনটি নেটফ্লিক্সে ১৮ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।