শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

শুক্রবার মাঠে গড়াচ্ছে আইপিএল, দেখে নিন সূচি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার (২২ মার্চ)। এরইমধ্যে টুর্নামেন্টটির আংশিক সূচিও ঘোষণা করা হয়েছে।

সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।এবারের আইপিএলে চারটি প্লেঅফসহ মোট ম্যাচ হবে ৭৪টি।

আরও পড়ুন: আইপিএল খেলতে চেন্নাইয়ের পথে মুস্তাফিজ

 

প্রথম ১৫ দিনের আইপিএল সূচি :

. চেন্নাই বনাম আরসিবি২২ মার্চ (চেন্নাই, রাত সাড়ে ৮টা)

. পাঞ্জাব বনাম দিল্লি২৩ মার্চ (মোহালি, বিকেল ৪টা)

. কলকাতা বনাম হায়দরাবাদ২৩ মার্চ (কলকাতা, ৮টা)

. রাজস্থান বনাম লখনৌ২৪ মার্চ (জয়পুর, বিকেল ৪টা)

. গুজরাট বনাম মুম্বাই২৪ মার্চ (আহমেদাবাদ, রাত ৮টা)

. আরসিবি বনাম পাঞ্জাব২৫ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)

. চেন্নাই বনাম গুজরাট২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)

. হায়দরাবাদ বনাম মুম্বাই২৭ মার্চ (হায়দরাবাদ, রাত ৮টা)

. রাজস্থান বনাম দিল্লি২৮ মার্চ (জয়পুর, রাত ৮টা)

১০. আরসিবি বনাম কলকাতা২৯ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)

১১. লখনৌ বনাম পাঞ্জাব৩০ মার্চ (লখনৌ, রাত ৮টা)

১২. গুজরাট বনাম হায়দরাবাদ৩১ মার্চ (আহমেদাবাদ, বিকেল ৪টা)

১৩. দিল্লি বনাম চেন্নাই৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)

১৪. মুম্বাই বনাম রাজস্থান১ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)

১৫. আরসিবি বনাম লখনৌ২ এপ্রিল (বেঙ্গালুরু, রাত ৮টা)

১৬. দিল্লি বনাম কলকাতা৩ এপ্রিল (ভাইজ্যাগ, রাত ৮টা)

১৭. গুজরাট বনাম পাঞ্জাব৪ এপ্রিল (আহমেদাবাদ, রাত ৮টা)

১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)

১৯. রাজস্থান বনাম আরসিবি৬ এপ্রিল (জয়পুর, রাত ৮টা)

২০. মুম্বাই বনাম দিল্লি৭ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)

২১. লখনৌ বনাম গুজরাট৭ এপ্রিল (লখনৌ, রাত ৮টা)

 

এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More