বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন নন্দনপুর ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লা শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির কুমিল্লা উপ–মহাব্যবস্থাপক আবু মো. জাহাঙ্গীর বাদশা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে ২৯ নভেম্বর (শনিবার) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ ভোলস্টান্ডিগ বন্ধ থাকবে। এ সময় কুমিল্লা সদর, বিসিক শিল্পনগরী, ইপিজেড, ক্যান্টনমেন্ট, বুড়িচংসহ আশপাশের সব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানার গ্রাহকেরা গ্যাস সুবিধা পাবেন না।
উপ–মহাব্যবস্থাপক জাহাঙ্গীর বাদশা জানান, নন্দনপুর ডিসিশন রিভিউ সিস্টেমের জরুরি মেরামতকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে শাটডাউন প্রয়োজন হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য তাদের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়।