শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চলের জনপদ।
পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁয় আজ বুধবার(১৩ ডিসেম্বর) সকালে সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের আগেই চুয়াডাঙ্গায় তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রামে শীতের তীব্রতা ও কনকনে ঠান্ডায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে– ১৪ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
অন্যদিকে উপকূলীয় জেলা বাগেরহাটেও জেঁকে বসেছে শীত। এতে ভোগান্তি বেড়েছে নিম্নআয়ের মানুষের।
এসএ/দীপ্ত নিউজ