তীব্র শীতে রাজধানীর হাসপাতালগুলোয় বেড়েছে রোগীর সংখ্যা। বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। আবহাওয়া অফিস বলছে, শীতের প্রকোপ থাকবে আরও কয়েকদিন।
ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে দুপুরেও সূর্যের দেখা মিলছে না। ফলে কমছে দিনের তাপমাত্রা। হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।
শীতের প্রকোপে জানুয়ারির শুরু থেকেই হাসপাতালগুলোতে রোগী বাড়ছে। যেসব হাসপাতালে প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো শিশু রোগী আসতো, গত কয়েকদিনে সেই সংখ্যা এখন দ্বিগুণ। এর মধ্যে কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ হচ্ছে ভর্তি। শিশুদের নিয়ে বেকায়দায় পড়ছেন অভিভাবকরা।
বাংলাদেশ শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ফারহানা আহমেদ সরণী বলছেন, সর্দি–কাশি, জ্বর, নিউমোনিয়া, সাইনোসাইটিস, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ।
আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলছেন, সারা দেশে শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকবে। কুয়াশার কারণে আকাশ, সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যাহত হতে পারেও বলে জানান তিনি।
এসএ/দীপ্ত নিউজ