নাটোরের বাগাতিপাড়ার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আঃ কুদ্দুসকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব–৫।
গ্রেফতারকৃত আঃ কুদ্দুস নাটোরের বাগাতিপাড়া উপজেলার খাটখৈইর এলাকার সাহেব আলীর ছেলে।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী আঃ কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানি অধিনায়ক আরও জানান,২০০৬ সালের ২০ জুন দুপুরে আঃ কুদ্দুস বাগাতিপাড়া উপজেলার খাটখৈর গ্রামের আট বছরের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে আখ ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা যাতে প্রকাশ না পায় সেজন্য আঃ কুদ্দুস শিশুটিকে হত্যা করে আখ ক্ষেতে ফেলে পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একই সনের ২২ জুন বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।পরে সাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আঃ কুদ্দুসকে এই মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। গ্রেফতারকৃত আঃ কুদ্দুসকে নাটোরের বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ