বেশরম রঙ’ গানে শাহরুখ ও দীপিকাকে আবেদনময় ভঙ্গিতে নাচতে দেখা গেছে। যাদের গানটি পছন্দ হয়নি তারা তীব্র সমালোচনা করছেন।
নেটিজেনদের এক অংশ যে শুধু পাঠান ছবিটিকে বয়কটের ডাক দিয়েছে তাই নয়, তারা বলিউডকেও বয়কটের ডাক দিয়েছেন। এই ট্রেন্ড বলিউডে বেশ কয়েকমাস ধরেই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন ট্রেন্ডের কারণে বলিউডে ভালোমানের ছবিও ব্যবসা করতে পারছে না।
এই গানের দৃশ্যায়নে দীপিকার গেরুয়া বিকিনিতে নাচ দেখে চটেছে ‘রক্ষণশীলরা’, তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র থেকে হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণী মহারাজও।
মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। এক টুইটে তিনি ‘পাঠান ছবির বেশকিছু দৃশ্য অশোভন বলে জানান। ‘বেশরম রং’ গানের ওই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে ছবিটিকে মুক্তি দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায়, ‘পাঠান ছবির এ গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়।’
এদিকে এই বিতর্ক আরও তীব্র রূপ নিচ্ছে। হিন্দু সংগঠন বীর শিবাজি গ্রুপের তরফে শাহরুখ-দীপিকার কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হল। এর সাথে চলে ‘পাঠান-বিরোধী’ স্লোগান। তাদের দাবী হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ‘পাঠান’র এই গান। তাই এই ছবি বয়কটেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা।
অনেকেই শাহরুখ-দিপীকার রসায়নের প্রশংসা করেছেন। আবার কেউ গানটিকে অশ্লীল আখ্যা দিয়ে বয়টকের ডাক দিয়েছেন। ‘পাঠান’ ছবিটিকেও বয়কট করার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।