যশোরের শার্শা সিমান্তে বিএসএফের গুলিতে সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টা ৩৫ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চত করেছে বিজিবি যশোর ব্যাটালিয়ন।
নিহত রইশুদ্দীন বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপি‘র জেলেপাড়া পোস্ট কর্মরত ছিলেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপি‘র জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় একদল গরু চোরাকারবারীদের দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দীন তাদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন: সারাদেশে বিজিবি মোতায়েন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে বিভিন্ন মাধ্যমে জানা যায় তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিপাহী রইশুদ্দীন মৃত্যুবরণ করেছে।
এ বিষয়ে বিএসএফকে বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে। এছাড়াও মৃতদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার ব্যাপারে যোগাযোগ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় পিতা–পুত্র নিহত
এসএ/দীপ্ত নিউজ