আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে ২৫৯টি মণ্ডপ।
ষষ্ঠী তিথি দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ঢাক–ঢোলের বাজনা, শঙ্খধ্বনি, ঘণ্টা–কাশর, উলুধ্বনি, ধূপ–আগরবাতি আর রঙিন আলপনায় দেবী দুর্গাকে আমন্ত্রণ জানাচ্ছেন ভক্তরা। চণ্ডিপাঠ ও আরাধনার মধ্য দিয়ে সিদ্ধিদাত্রী দেবীর বন্দনা চলছে সর্বত্র।
ষষ্ঠীতে প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার বোধান হয়। সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে দেবীর মর্ত্য আগমনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় যেমন বাড়ছে, তেমনি দেশ ও দশের শান্তি, সুখ–সমৃদ্ধির প্রার্থনায় নতজানু সনাতন ধর্মাবলম্বীরা। যদিও দুর্গতিনাশিনীর গমনকে ঘিরে শঙ্কা আছে, তবুও উজ্জ্বল আগামীর প্রত্যাশায় ভক্তরা আনন্দে মেতে উঠেছেন।
পুরাণ মতে, এবার দেবী মর্ত্যে এসেছেন গজে চড়ে আর বিদায় নেবেন দোলায় চড়ে। তাই ভক্তদের কাছে এ পূজায় বিশেষ তাৎপর্য রয়েছে।
আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।