রাজনীতিবিদ, সমাজসেবক, বিশিষ্ট লেখক, সাবেক সাংসদ, শিশু সংগঠক, ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মেয়ে অভিনেত্রী শমী কায়সার মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।
পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করা এই শহীদ জায়া শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে।
মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য তাকে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। পান্না কায়সার শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। ১৯৯০ সালে তিনি এ সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৯৬–২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন।
তার প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার (৪ আগস্ট,২০২৩) বাদ জুমা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
তবে বিশিষ্ট এই লেখকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রোববার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্ৰীয় শহীদ মিনারে রাখা হবে। যার ব্যবস্থাপনায় থাকবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এসএ/দীপ্ত নিউজ